বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i139986
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৭, ২০২৪ ১৩:১২ Asia/Dhaka
  • বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে। 

আজ (শনিবার ২৭ জুলাই) সকালে পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এতোগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায়িত্ব কার? এর বিচার দেশবাসীর কাছে চাই।

এ সময় সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা।পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন ও মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে এই দুই সরকারি স্থাপনা পরিদর্শনে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হন তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই হামলা হয় এই দুই ভবনে।

প্রধানমন্ত্রী মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেওয়া টোল প্লাজাও পরিদর্শন করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/জিএআর/২৭