গোলান মালভূমিতে হামলার পর উত্তেজনা
লেবাননে যেকোনো ‘হঠকারিতার’ বিরুদ্ধে ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করল ইরান
ইসরাইল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার পর লেবাননের বিরুদ্ধে ইসরাইলের নতুন যেকোনো হটকারী ও দুঃসাহসিকতার বিষয়ে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
গোলান মালভূমিতে রকেট হামলার জন্য ইসরাইল লেবাননের হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করছে। তবে হিজবুল্লাহ ইসরাইলের অভিযোগকে জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে।
এ বিষয়ে আজ (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, হিজবুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা এবং লেবাননের কয়েকজন সরকারি কর্মকর্তা জোরালো ভাষায় হামলার দায়-দায়িত্ব অস্বীকার করার পরও ইসরাইল গাজায় তাদের যুদ্ধাপরাধ থেকে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য মাজদাল শামসের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, দশ মাস ধরে গাজা উপত্যকায় নারী ও শিশুদের ওপর গণহত্যা চালানোর পর এখন বর্ণবাদী ইসরাইল বিশ্ব জনগণকে মিথ্যা ঘটনা দিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে।
নাসের কানয়ানি বলেন, "মাজদাল শামসের ঘটনায় মন্তব্য করার এবং রায় দেয়ার জন্য দখলদার ইসরাইলের সামান্যতম নৈতিক বিশ্বাসযোগ্যতা নেই।"
তিনি সতর্ক করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোন "বোকামিপূর্ণ পদক্ষেপ" এই অঞ্চলকে আরো বেশি অস্থিতিশীল করতে পারে। সেক্ষেত্রে প্রধানত ইসরাইলকে অবশ্যই "এই ধরনের বোকামিপূর্ণ পদক্ষেপের অপ্রত্যাশিত পরিণতির" দায় নিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮