হিজবুল্লাহ কমান্ডারের সঙ্গে ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাত
(last modified Thu, 01 Aug 2024 04:02:48 GMT )
আগস্ট ০১, ২০২৪ ১০:০২ Asia/Dhaka
  • ইরানি সামরিক উপদেষ্টা মিলাদ বিবি
    ইরানি সামরিক উপদেষ্টা মিলাদ বিবি

ইরানের ফার্স নিউজ বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে রাজধানী বৈরুতের একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় ইরানি সামরিক উপদেষ্টা মিলাদ বিবি শাহাদাতবরণ করেন।

ইহুদিবাদী ইসরাইলের ওই হামলায় নিজের অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের শাহাদাতের খবর বুধবার নিশ্চিত করে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় আরো দুই শিশু নিহত এবং অপর ৭৪ জনেরও বেশি আহত হয়েছেন।

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে কথিত রকেট হামলায় ১২ ব্যক্তির নিহত হওয়ার জন্য হিজবুল্লাহকে দায়ী করে তেল আবিব। ইহুদিবাদী সরকার ঘোষণা করে, গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ফুয়াদ শুকর জড়িত রয়েছেন।

তবে হিজবুল্লাহ কঠোর ভাষায় গোলান মালভূমিতে হামলায় নিজের জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করেছে। কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হেনেছে। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ