কাতারে শহীদ হানিয়ার জানাজায় হাজার হাজার মানুষ; পাকিস্তানে গায়েবানা জানাজায় প্রধানমন্ত্রী
(last modified Fri, 02 Aug 2024 12:29:07 GMT )
আগস্ট ০২, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • কাতারে শহীদ হানিয়ার জানাজায় হাজার হাজার মানুষ; পাকিস্তানে গায়েবানা জানাজায় প্রধানমন্ত্রী

কাতারের রাজধানী দোহায় ইমাম মুহাম্মাদ বিন আব্দুর ওয়াহাব মসজিদে হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়ার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। জানাজার নামাজে ইমামতি করেন হামাসের পলিটব্যুরোর সদস্য খালিল আল হাইয়া।

এতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি, সাবেক আমির হামাদ বিন খলিফা আলে সানি, পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি, ইরানের নয়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার পাশাপাশি হামাসের বহু নেতা ও আরও কয়েকটি দেশের প্রতিনিধি শরিক হন। শহীদ হানিয়ার পরিবারের কয়েক জন সদস্যও জানাজায় অংশ নেন। দোহার ঐ মসজিদে জানাজা নামাজ শেষে শহীদের কফিন দোহার উত্তরে লুসাইল কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে দাফনের প্রক্রিয়া চলছে।

এটি ছিল শহীদ ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাজা নামাজ। প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে ইরানের রাজধানী তেহরানে। গতকালের প্রথম জানাজা নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এতে ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের প্রায় সবাই অংশ নেন। ইরানে হানিয়ার শাহাদাতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে আজ হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সংসদে গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ গুরুত্বপূর্ণ রাজনীতিবিদেরা। ইন্দোনেশিয়া, ইয়েমেন ও তুরস্কেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। তুরস্কেও আজ একদিনের জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

গত বুধবার খুব ভোরে ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে দখলদার ইসরাইলের এক হামলায় শহীদ হন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তাঁর দেহরক্ষী ওয়াসিম আবু শাবান।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`