হামাস কমান্ডার হত্যার প্রতিশোধ
ইসরাইলি বাহিনীর ওপর নজিরবিহীন হামলা চালালো হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে ইহুদিবাদী ইসরাইল লেবাননের সিডন শহরে শহীদ করার পর হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায়।
গতকাল (শনিবার) হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরাইলের সাফাদ শহরের কাছে মিচভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায়। এই ঘাঁটিকে ইসরাইলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া, এই ঘাঁটি থেকে জরুরিভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী।
হিজবুল্লাহ জানিয়েছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরাইলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের উপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর এই হামলার আগের দিন ইহুদিবাদী ইসরাইল হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার সামের আল-হাজকে তার গাড়ির ভেতরে শহীদ করে। হামাস এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।