ইসরাইলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i140786-ইসরাইলের_জন্য_কঠোর_জবাব_অপেক্ষা_করছে_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে ১৪ এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়ে শক্তিশালী।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২০, ২০২৪ ০৯:৫৬ Asia/Dhaka
  • আলী ফাদাভি
    আলী ফাদাভি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে ১৪ এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়ে শক্তিশালী।  

আইআরজিসি কমান্ডার গতকাল (সোমবার) বলেন, "দখলদার ইহুদিবাদী সরকার শহীদ হানিয়াহকে হত্যা করে একটি মহা অপরাধ করেছে এবং তার শাস্তিও হবে অনেক কঠোর।" তিনি জোর দিয়ে বলেন, "সঠিক সময়ে এবং সঠিক জায়গায়" এ শাস্তি দেয়া হবে। 

কমান্ডার ফাদাভি বলেন, "প্রতিশোধের সময় এবং স্থান আমরাই নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে।"

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই তেহরানে গুপ্তহত্যার শিকার হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে অবস্থান করছিলেন। 

ইসরাইল সরকার এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে, তবে ইরান এ নৃশংসতার জন্য সম্পূর্ণরূপে ইহুদিবাদীদেরকেই দায়ী করেছে এবং কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২০