ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী স্বনির্ভরতার শীর্ষে রয়েছে
https://parstoday.ir/bn/news/event-i141216-ইরানের_বিমান_প্রতিরক্ষা_বাহিনী_স্বনির্ভরতার_শীর্ষে_রয়েছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা দিবস উপলক্ষে এক বাণীতে সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, আত্মনির্ভরশীলতার ওপর ভিত্তি করে অর্জিত সাফল্যগুলো রেকর্ড করার ক্ষেত্রে আজকের দিনটি বাহিনীর সক্ষমতার একটি স্মৃতিচিহ্ন। একইসাথে তিনি ইরানে তৈরি বিমানপ্রতিরক্ষা সরঞ্জামের আবির্ভাবকে অভিনন্দন জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • বভার-৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা
    বভার-৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা দিবস উপলক্ষে এক বাণীতে সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, আত্মনির্ভরশীলতার ওপর ভিত্তি করে অর্জিত সাফল্যগুলো রেকর্ড করার ক্ষেত্রে আজকের দিনটি বাহিনীর সক্ষমতার একটি স্মৃতিচিহ্ন। একইসাথে তিনি ইরানে তৈরি বিমানপ্রতিরক্ষা সরঞ্জামের আবির্ভাবকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “এই দিনটি সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় কয়েক ডজন বিমান প্রতিরক্ষা অভিযানের গর্বিত ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন। এই স্মৃতিতে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার সাথে সাথে বিমান হুমকির বিরুদ্ধে পাহারা, আবিষ্কার, সনাক্তকরণ, পর্যবেক্ষণ এবং মোকাবেলা করার হাজার হাজার দিন ও রাতের কাহিনী।

জেনারেল মুসাভি বলেন, "আত্মনির্ভরতার পথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতায় আজকের দিনটি একটি আশার দিন।" তিনি আরো বলেন, জ্ঞান-ভিত্তিক এবং একাডেমিক কোম্পানির সাথে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্ধিত মিথস্ক্রিয়া ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়েছে।

এদিকে, গতকাল উত্তর-পশ্চিম ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস আজিমি বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বিষয়ে বিশ্বের শীর্ষ ছয় দেশের মধ্যে রয়েছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১