হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত
(last modified Sun, 01 Sep 2024 13:20:10 GMT )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৯:২০ Asia/Dhaka
  • ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান
    ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান

হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৪ ঘণ্টা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (রোববার) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন চিকিৎসকরা। উপদেষ্টা চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনরত চিকিৎসকরা আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করবেন বলে জানান।

আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি চিকিৎসকদের ওপর হামলাকারী অপরাধীদের গ্রেপ্তার করে জনসমক্ষে বিচার না করা হয় তাহলে আগামীকাল সোমবার রাত ৮টা থেকে আবারও কমপ্লিট শাটডাউন চলবে।'

তিনি আরও বলেন, 'হাসপাতালগুলোতে যে কয়জন চিকিৎসক থাকবে, সেই কয়জন পুলিশ বা বিজিবি যেকোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থাকতে হবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে। এটা নিশ্চিত করার পর আমরা জরুরি সেবা চালু করব।'

চিকিৎসকদের সঙ্গে বৈঠকের ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, "কমপ্লিট শাটডাউন আর নেই। চিকিৎসকরা এখন থেকে কাজে যোগ দেবেন। প্রথমে জরুরি সেবায় কাজ শুরু করবেন। পরে সব জায়গায় সবাই কাজে যুক্ত হবেন।"

গতকাল (শনিবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা।

একই দিন মধ্যরাতে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। তখন অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ।

পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। এতে করে নিরাপত্তা শঙ্কায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা।

চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অটল থাকলে বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেক গুরুতর রোগীরা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে থাকেন। 

এ পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়ারও আহ্বান জানান।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

ট্যাগ