ব্রিকস নিরাপত্তা বৈঠকে যোগ দিতে রাশিয়া গেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/event-i141518-ব্রিকস_নিরাপত্তা_বৈঠকে_যোগ_দিতে_রাশিয়া_গেছেন_ইরানের_শীর্ষ_নিরাপত্তা_কর্মকর্তা
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান ব্রিকসভুক্ত দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৩:৪৩ Asia/Dhaka
  • ব্রিকস নিরাপত্তা বৈঠকে যোগ দিতে রাশিয়া গেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান ব্রিকসভুক্ত দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছেন।

১০ থেকে ১২ সেপ্টেম্বর এ সম্মেলন চলবে। এজন্য গতকাল (মঙ্গলবার) রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে পৌঁছান তিনি

ব্রিকস নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি আহমাদিয়ান ইন্দোনেশিয়া, তুরস্ক, কাজাখস্তান, সার্বিয়া, থাইল্যান্ড, বেলারুশ, ভিয়েতনাম, ভেনিজুয়েলা, উজবেকিস্তান, নিকারাগুয়া, কিউবা, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মৌরিতানিয়া এবং লাওসসহ ব্রিকস প্লাস দেশগুলোর নিরাপত্তা বিষয়ক ভারপ্রাপ্ত উচ্চ-পদস্থ প্রতিনিধিদের সাথে আরেকটি বৈঠকে যোগ দেবেন।  

সমাবেশের পাশাপাশি, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তার কয়েকজন সমকক্ষের সাথে আলোচনা করবেন। এছাড়া, রাশিয়ার কর্মকর্তাদের সাথে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে

দ্রুত উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকস প্রাথমিকভাবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। চলতি বছর এই জোটে ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়াকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।