নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন: আন্তর্জাতিক আদালতকে বৈরুত
লেবাননের অভিবাসন বিষয়ক মন্ত্রী বলেছেন: বৈরুত চায় আন্তর্জাতিক আদালত ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করুক।
ইহুদিবাদী ইসরাইল গত মঙ্গল এবং বুধবার (সেপ্টেম্বর ১৭ এবং ১৮8) লেবাননে একটি অপরাধমূলক অভিযান চালিয়েছে। তারা বেশ কয়েকটি বার্তা গ্রহণকারী ডিভাইস পেজার বিস্ফোরণ ঘটিয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় বিশেষ করে বৈরুতে ওই বিস্ফোরণের ঘটনায় এক শিশুকন্যাসহ ৩২ জন শহীদ এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে লেবাননের অভিবাসন বিষয়ক মন্ত্রী এসাম শারফুদ্দিন এক সাক্ষাত্কারে বলেছেন: বৈরুত ইহুদিবাদী ইসরাইেলর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন: লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণের অপরাধে ইসরাইলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অবশ্যই উচিত বলে তিনি মন্তব্য করেন।
লেবাননের এই মন্ত্রী আরও বলেন: আমেরিকা ইসরাইলকে আর্থিক, লজিস্টিক এবং সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। সেইসঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের অনুকূলে তার ভেটো ক্ষমতাও ব্যবহার করে।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।