‘ইরানে আগ্রাসন চালালে প্রতিশোধ নিতে ইসরাইলি সব লক্ষ্যবস্তু চিহ্নিত করা আছে’
https://parstoday.ir/bn/news/event-i142844-ইরানে_আগ্রাসন_চালালে_প্রতিশোধ_নিতে_ইসরাইলি_সব_লক্ষ্যবস্তু_চিহ্নিত_করা_আছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের ওপরে কোন রকমের হামলা চালায় তাহলে ইরান ইসরাইলের যেসব জায়গায় পাল্টা হামলা চালাবে তা সব চিহ্নিত করা আছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২০, ২০২৪ ১৮:০০ Asia/Dhaka
  • ‘ইরানে আগ্রাসন চালালে প্রতিশোধ নিতে ইসরাইলি সব লক্ষ্যবস্তু চিহ্নিত করা আছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের ওপরে কোন রকমের হামলা চালায় তাহলে ইরান ইসরাইলের যেসব জায়গায় পাল্টা হামলা চালাবে তা সব চিহ্নিত করা আছে। 

গতকাল (শনিবার) তুরস্কের সরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা বলেন। ইহুদিবাদী ইসরাইল ইরানের ওপর হামলা চালাবে বলে গত কয়েকদিন ধরে লাগাতার হুমকি দিয়ে আসছে। 

তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের ওপরে কোনো ধরনের হামলা মানেই সমস্ত রেড লাইন ক্রস করা। আমরা কোনমতেই বিনা জবাবে পার পেতে দেবো না। ইরানের পরমাণু স্থাপনা অথবা এ ধরনের কোথাও হামলা হলে তার প্রয়োজনীয় জবাব দেবে ইরান।

আব্বাস আরাকচি আরো বলেন, আমরা ইসরাইলের সমস্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছি এবং একই ধরনের হামলা তাদের ওপরেও চালানো হবে।

গত পহেলা অক্টোবর ইরান ইসরাইলের সামরিক ও বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে যে হামলা চালিয়েছে সে কথাও উল্লেখ করেন আরাকচি। ওই হামলায় শতকরা ৯০ ভাগ ক্ষেপণাস্ত্র ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ইরান ওই হামলা শুধুমাত্র সামরিক অবস্থানে চালিয়েছে, কোনো অর্থনৈতিক বা বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২০