এবার গ্রেপ্তার হলেন সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ 
https://parstoday.ir/bn/news/event-i142858-এবার_গ্রেপ্তার_হলেন_সাবেক_প্রবাসীকল্যাণ_মন্ত্রী_ইমরান_আহমদ
বাংলাদেশের সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২১, ২০২৪ ১২:০৯ Asia/Dhaka
  • এবার গ্রেপ্তার হলেন সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ 

বাংলাদেশের সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

ডিএমপি থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইমরান আহমদ সিলেট-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত হন এবং ২০১৮ সালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়। চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে একই দপ্তর দেওয়া হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাঁদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে।

সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে অর্ধশতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার হলেন।#

পার্সটুডে/জিএআর/২১