ইরানি প্রেসিডেন্টের আহ্বান
ব্রিক্সকে অবশ্যই বিশ্বে ডলারের প্রভাব মুক্ত করার প্রচেষ্টা জোরদার করতে হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসকে অবশ্যই বিশ্ব অর্থনীতির ওপর ডলারের প্রভাব মুক্ত করার প্রচেষ্টা জোরদার করতে হবে। এজন্য এই জোটকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গতকাল (বুধবার) রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ব্রিকসকে অর্থের ঝুড়ি বানাতে হবে অথবা ডলারের প্রভাব থেকে বিশ্বকে মুক্ত করার জন্য কার্যকর সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব অর্থনীতির ওপর মার্কিন ডলারের আধিপত্যের কারণে আমেরিকা যে ভুল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে, বিশ্ববাসী এর চাপ আর বহন করতে পারছে না। এ অবস্থায় স্বাধীন দেশগুলো কোনভাবেই ভুল আর্থিক নীতি বহন করতে পারে না কিংবা সংঘবদ্ধ অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই করার মতো সক্ষমতা নেই।
মাসুদ পেজেশকিয়ান বলেন, পশ্চিমা একাধিপত্যবাদ বিশ্বে শান্তি ও সহযোগিতার বিরুদ্ধে হুমকি সৃষ্টি অব্যাহত রেখেছে; ব্রিকসকে এই পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।