যেকোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেয়া হবে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i143078-যেকোনো_হামলার_নির্ভীক_ও_প্রজ্ঞাপূর্ণ_জবাব_দেয়া_হবে_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের জনগণ তাদের দেশের বিরুদ্ধে যেকোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেয়। তিনি আজ (রোববার) নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২৭, ২০২৪ ১২:২৭ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের জনগণ তাদের দেশের বিরুদ্ধে যেকোনো হামলার নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেয়। তিনি আজ (রোববার) নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পেজেশকিয়ান বলেন, “ইরানের শত্রুদের জানা উচিত যে, ইরানের যোদ্ধা জাতি তাদের ভূখণ্ড রক্ষায় নির্ভীকচিত্তে দণ্ডায়মান এবং বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনও বোকামির জবাব দেয়।”

ইরানের তিনটি প্রদেশের কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসী হামলা চালানোর একদিন পর তিনি এ সতর্কবাণী উচ্চারণ করলেন। ইরানের সেনাবাহিনী বলেছে, হামলায় তাদের চার সেনা সদস্য শাহাদাতবরণ করেছেন।

যেসব সৈনিক মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পরিবারবর্গ, সেনাবাহিনী ও ইরানি জনগণকে শোক ও সমবেদনা জানান।

এর আগে শনিবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের ওপর ইসরাইলি আগ্রাসনকে ‘বেপরোয়া ও কাপুরুষোচিত হামলা’ অভিহিত করে বলেছিলেন, এ হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৭