‘হিজবুল্লাহ অলৌকিকভাবে ঘুরে দাঁড়িয়েছে, ইরানের জবাব অবশ্যম্ভাবী’
https://parstoday.ir/bn/news/event-i143504-হিজবুল্লাহ_অলৌকিকভাবে_ঘুরে_দাঁড়িয়েছে_ইরানের_জবাব_অবশ্যম্ভাবী’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বেশ কিছু হত্যাকাণ্ড এবং দুর্ভাগ্যজনক ঘটনা সত্বেও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অলৌকিকভাবে ঘুরে দাঁড়িয়েছে।  গতকাল (বুধবার) এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জেনারেল সালামি এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৭, ২০২৪ ১০:০৮ Asia/Dhaka
  • ‘হিজবুল্লাহ অলৌকিকভাবে ঘুরে দাঁড়িয়েছে, ইরানের জবাব অবশ্যম্ভাবী’

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বেশ কিছু হত্যাকাণ্ড এবং দুর্ভাগ্যজনক ঘটনা সত্বেও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অলৌকিকভাবে ঘুরে দাঁড়িয়েছে।  গতকাল (বুধবার) এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জেনারেল সালামি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এক মাসের বেশি সময় আগে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং সংগঠনটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডারকে শহীদ করে ইহুদীবাদী ইসরাইল। তারা ধারণা করেছিল হিজবুল্লাহর নেতৃত্ব এবং কমান্ড কাঠামো ধ্বংস করার মধ্য দিয়ে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটির কার্যকারিতা থামিয়ে দিতে পারবে। কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ড এবং দুর্ভাগ্যজনক ঘটনার পরও হিজবুল্লাহ ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরাইলের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে। 

জেনারেল সালামি বলেন, বীরের বেশে এখন হিজবুল্লাহ যোদ্ধারা পরিপূর্ণ আস্থা নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ময়দানে অবস্থান করছে এবং প্রতিদিন যুদ্ধের ভারসাম্য হিজবুল্লাহর অনুকূলে চলে যাচ্ছে।

জেনারেল সালামি তার বক্তৃতায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের পরিচালিত অপারেশন ট্রু প্রমিজের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইসরাইলকে রক্ষার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে যে জোট গঠন করা হয়েছিল তাদেরকে পরাজিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পাশাপাশি অপরাজেয় শক্তি বলে ইহুদিবাদী ইসরাইলের ভ্রান্তধারণাকে চিরতরে  ভেঙে দিয়েছে।"

জেনারেল সালামি জোরালো ভাষায় ঘোষণা দেন- ২৬ অক্টোবর ইসরাইল ইরানের ভূখণ্ডে যে হামলা চালিয়েছে তার সময়োচিত ও হিসেবি জবাব অবশ্যই দেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।