হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাওয়ি:
কাতারে হামাস নেতাদের অনাকাঙ্ক্ষিত ঘোষণা করার খবর সত্য নয়
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাওয়ি বলেছেন, কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেয়া বা দেশটি থেকে হামাস নেতাদের বহিষ্কার করার সিদ্ধান্ত সম্পর্কে যেসব খবর প্রচার করা হয়েছে তা সত্য নয় বরং নিছক প্রচারণা যুদ্ধ।
ফিলিস্তিনের আল-ইয়য়োম বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, প্রতিরোধ অক্ষের সমর্থকদের মনোবল ভেঙে দিতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
গতকাল (শনিবার) ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে কোনো কোনো পশ্চিমা মিডিয়া দাবি করে যে, গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে কাতার সরে গেছে এবং দেশটিতে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে দোহা হামাস নেতাদেরকে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাদেরকে কাতার ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
হামাস নেতা মারদাওয়ি আনুষ্ঠানিকভাবে এ খবর প্রত্যাখ্যান করার আগেই লেবাননের আল-মায়াদিন অজ্ঞাত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার সিদ্ধান্তের খবর সত্য নয়। হামাস নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে ইসরাইলি গণমাধ্যমগুলো এ ধরনের গুজব তৈরি করেছে।
কাতারের রাজধানী দোহায় হামাসের প্রবাসী সদরদপ্তর অবস্থিত। হামাসের সাবেক পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এই দপ্তরের মাধ্যমে কাজ করতেন। তার শাহাদাতের পর হামাসের অপর নেতা খালেদ মেশালসহ আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দোহায় অবস্থান করে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/১০