ট্রাম্পের আগের আমলের তুলনায় ইরানের অর্থনীতি এখন অনেক শক্তিশালী
(last modified Mon, 11 Nov 2024 06:43:41 GMT )
নভেম্বর ১১, ২০২৪ ১২:৪৩ Asia/Dhaka
  • ট্রাম্পের আগের আমলের তুলনায় ইরানের অর্থনীতি এখন অনেক শক্তিশালী

ইরানের অর্থনীতিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন। তিনি বলেছেন, এ কারণে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার ঘটনায় ইরানের অর্থনীতির কোনো ক্ষতি হবে না।

ফারজিন রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি একক টক-শো অনুষ্ঠানে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।  তিনি বলেন, ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তখনকার তুলনায় ইরানের অর্থনীতি এখন অনেক বেশি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “আমাদের অর্থনীতি এখন আর ২০১৬ সালের মতো নেই। আমরা পরনির্ভরশীলতাকে উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে এনেছি।”

তিনি জানান, এই দীর্ঘ সময়ে ইরান একদিকে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়েছে, অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থানীয় বা আঞ্চলিক মুদ্রা ব্যবহার করেছে। কাজেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হলো কে হলো না তা নিয়ে চিন্তাভাবনা করার অবস্থা থেকে ইরান অনেক আগেই বেরিয়ে এসেছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১১