প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন প্রধান উপদেষ্টার
https://parstoday.ir/bn/news/event-i143654-প্রবাসী_শ্রমিকদের_জন্য_বিশেষ_লাউঞ্জ_উদ্বোধন_প্রধান_উপদেষ্টার
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ একটি লাউঞ্জ উদ্বোধন করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১১, ২০২৪ ১৩:২৬ Asia/Dhaka
  • প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন প্রধান উপদেষ্টার

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ একটি লাউঞ্জ উদ্বোধন করেছেন।

আজ সোমবার লাউঞ্জ উদ্ধোধনের পর তিনি বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের (প্রবাসী শ্রমিকদের) ভ্রমণকে সহজ করবে।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা থাকবে এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাও।

এ সময় আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা প্রবাসী শ্রমিক ও কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে জাতিসংঘ লাউঞ্জটিকে স্পনসর করেছে। তিনি বলেন, ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত।’

ফাতিমা নুসরাত গাজালি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের সহায়তা করার জন্য প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করেছে আইওএম।#

পার্সটুডে/জিএআর/১১