ট্রাম্পের আগমন ইরানের কাছে গুরুত্বহীন: কাজেম সিদ্দিকি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, গাজা ও লেবাননের সংগ্রামীরা ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেখানে সত্য-মিথ্যার যুদ্ধ চলছে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। ইরানের এই বিশিষ্ট আলেম আরও বলেন, গাজা ও লেবাননে যে যুদ্ধ চলছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটা ধর্ম-অধর্ম, হক ও বাতিল এবং ভালো ও মন্দের যুদ্ধ।
তিনি বলেন, সম্প্রতি রিয়াদে মুসলিম দেশগুলোর যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা থেকে ইসরাইলবিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন ঘোষণা করা হয়নি। এ ধরণের অবস্থান নিন্দনীয়। ইসলামী দেশগুলোকে প্রতিরোধ ফ্রন্টের বিষয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমেরিকার অস্তিত্বজুড়েই রয়েছে আধিপত্য বিস্তার, লুটপাট, সন্ত্রাসী চক্র সৃষ্টি এবং জাতিসমূহের মধ্যে বিভেদ তৈরির বীজ। ট্রাম্প তার প্রশাসনে যাদেরকে নিয়েছেন তাদের সবাই দখলদার ইসরাইলকে সমর্থন করার বিষয়ে প্রতিশ্রুতিবন্ধ। কাজেই ইরানের কাছে সেখানে ব্যক্তি বদল হওয়ার কোনো গুরুত্ব নেই।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।