ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে ইউক্রেন যুদ্ধ 'শিগগিরি' শেষ হবে
https://parstoday.ir/bn/news/event-i143928-ট্রাম্পের_প্রত্যাবর্তনের_সাথে_ইউক্রেন_যুদ্ধ_'শিগগিরি'_শেষ_হবে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ আশা করে ২০২৫ সালে আমেরিকার নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর কূটনৈতিক উপায়ে রাশিয়ার সাথে যুদ্ধ "দ্রুতই" শেষ হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৭, ২০২৪ ২০:৫৫ Asia/Dhaka
  • ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে ইউক্রেন যুদ্ধ 'শিগগিরি' শেষ হবে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ আশা করে ২০২৫ সালে আমেরিকার নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর কূটনৈতিক উপায়ে রাশিয়ার সাথে যুদ্ধ "দ্রুতই" শেষ হবে।

জেলেনস্কি এক রেডিও সাক্ষাৎকারে বলেন, কিয়েভকে সামরিক শক্তির পরিবর্তে আলোচনার মাধ্যমে পরবর্তী বছর যুদ্ধের অবসান ঘটানোর জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে। তিনি বলেন, "আমাদের যা করতে হবে তা হলো এই যুদ্ধ আগামী বছর শেষ হবে।"

সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, “আমাদের পক্ষ থেকে কূটনৈতিক উপায়ে যুদ্ধ শেষ করা খুব গুরুত্বপূর্ণ বিষয়।" 

তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পের  বিজয়ের পর ফোনালাপের সময় তিনি ট্রাম্পের সাথে "গঠনমূলক আলোচনা" করেছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭