লেবাননে যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাস
‘মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলের ইসরাইলি মতিভ্রম চুরমার হয়েছে’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের সাথে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বদলে দেয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। গতকাল (বুধবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হামাস একথা বলেছে।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলপ্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দেয়ার যে ভ্রান্ত ধারণা পোষণ করেছিলেন, লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তার সেই কল্পনা বিলাস চুরমার হয়ে গেছে। লেবাননে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দখলদার বাহিনী আগ্রাসন শুরু করেছিল তার কোনকিছুই অর্জন করতে পারেনি তারা।
হামাস আরো বলেছে, প্রতিরোধ বাহিনীকে পরাজিত করা অথবা তাদেরকে নিরস্ত্রীকরণের বিষয়ে যে ভ্রান্ত আশা ছিল তারও অবসান ঘটেছে।
বিবৃতিতে হামাস বলেছে, “লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন অবরুদ্ধ গাজা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ আন্দোলন যে ত্যাগ স্বীকার করেছে আমরা তার প্রশংসা করি। আমরা প্রার্থনা করি লেবানন এবং তার জনগণকে সর্বশক্তিমান আল্লাহ সমস্ত ক্ষতি এবং চক্রান্ত থেকে রক্ষা করবেন।”
মঙ্গলবার যুদ্ধবাজ নেতানিয়াহু লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। চুক্তি এরইমধ্যে বাস্তবায়ন হয়েছে। আশা করা হচ্ছে- এর মধ্যদিয়ে লেবাননে ইসরাইলি আগ্রাসনের সম্পূর্ণ অবসান ঘটবে। যুদ্ধবিরতির ক্ষেত্রে মধ্যস্থতা করেছে আমেরিকা এবং ফ্রান্স।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
=