'ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তি চাইলে পশ্চিমাদের আচরণে পরিবর্তন আনতে হবে'
https://parstoday.ir/bn/news/event-i144342-'ইরানের_সঙ্গে_আলোচনা_ও_চুক্তি_চাইলে_পশ্চিমাদের_আচরণে_পরিবর্তন_আনতে_হবে'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, পাশ্চাত্য নিজেদের আচরণে পরিবর্তন এনে পারস্পরিক সম্মানের আলোকে ইরানের সাথে আলোচনা এবং চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে পারে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০২৪ ১৮:২০ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ
    হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, পাশ্চাত্য নিজেদের আচরণে পরিবর্তন এনে পারস্পরিক সম্মানের আলোকে ইরানের সাথে আলোচনা এবং চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করতে পারে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

ইরানের এই আলেম আরও বলেন, শক্তিশালী ইরান সর্বদা যৌক্তিক আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিরপেক্ষ নয়। মার্কিন বাড়াবাড়ির কারণে ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন নীতির কারণে পশ্চিম এশিয়া অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

তিনি লেবাননে ইসরাইলের পরাজয় প্রসঙ্গে বলেন, দখলদার ইসরাইল প্রতিরোধ সংগ্রামীদের কাছে হেরে গেছে। ইহুদিবাদীরা লেবাননে তাদের কোন লক্ষ্য অর্জন করতে পারেনি, কিন্তু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। ইসলামী ইরান লেবাননের মহান জাতির সাথে থাকতে পেরে গর্বিত বলে মন্তব্য করেন আবু তোরাবিফার্দ।  

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, নৌবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ। এই বাহিনী আঞ্চলিক জলসীমার বাইরেও সাগর-মহাসাগরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।