আবার যুদ্ধবিরতি লঙ্ঘন
দক্ষিণ লেবাননে বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারো দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে লেবানন এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর এ পর্যন্ত কয়েক দফা ওই চুক্তি লঙ্ঘন করেছে দখলদার ইসরাইল।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানের পাশাপাশি কয়েকটি ড্রোন রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। এছাড়া, বৈরুতের উপর দিয়ে যুদ্ধবিমান কয়েক দফা চক্কর দিয়েছে।
এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছের একটি এলাকায় ইসরাইলি বিমান থেকে হামলা চালানো হয়। এছাড়া, দক্ষিণ উদাইসিয়ে শহরের কয়েকটি ভবনের ওপরও ইহুদিবাদ ইসরাইল বিমান হামলা চালায়।
এর আগে, গত বুধবার দখলদার এই শক্তি লেবাননের ওপর ১২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। তারা দফায় দফায় বিমান ও ড্রোন হামলাসহ বিভিন্নভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।
গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত ইসরাইল কয়েক ডজন বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়ছে এবং লেবানন তা রেকর্ড করেছে। ইসরাইলের এসব হামলায় লেবাননের ১৪ ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
বৈরুত আশা করছে, দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে এবং ১৪ মাসের ইসরাইলি আগ্রাসনের অবসান ঘটবে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।