সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আল-বশির
https://parstoday.ir/bn/news/event-i144762-সিরিয়ার_অন্তর্বর্তী_প্রধানমন্ত্রী_হিসেবে_নিয়োগ_পেলেন_মোহাম্মদ_আল_বশির
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-বশির। তিনি ২০২৫ সালের ১লা মার্চ পর্যন্ত চার মাস সিরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৪ ১৫:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আল-বশির

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-বশির। তিনি ২০২৫ সালের ১লা মার্চ পর্যন্ত চার মাস সিরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বাফার জোনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদী ইসরাইল। এছাড়া, তারা দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সক্ষমতা প্রায় ৮০ ভাগ ধ্বংস করেছে। এই পরিস্থিতির মধ্যে গতকাল (মঙ্গলবার) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বশির নিজেই।   

তিনি বলেন, বাশার আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর সঙ্গে ঘনিষ্ঠ বশির ইদলিবের বিদ্রোহী প্রশাসনের দায়িত্বে ছিলেন। টেলিভিশনের বক্তৃতায় মোহাম্মদ বশির বলেন, “আজ আমরা মন্ত্রিসভার বৈঠক করেছি, বৈঠকে ইদলিব ও এর আশেপাশের এলাকার সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট বা এসএসজি’র প্রতিনিধি এবং ক্ষমতাচ্যুত সরকারের লোকজন ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের কাছে নথিপত্র ও প্রতিষ্ঠান হস্তান্তরের জন্য এ বৈঠক হয়। বশির এর আগে সিরিয়ান স্যালভেশন সরকারের উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করেছেন।

মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট বা এসএসজি’র প্রধান মনোনীত করা হয়। সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।#

পার্সুটডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।