সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠা করতে সামরিক বাহিনীকে যুদ্ধমন্ত্রীর নির্দেশ
https://parstoday.ir/bn/news/event-i144770-সিরিয়ায়_অস্ত্রমুক্ত_এলাকা_প্রতিষ্ঠা_করতে_সামরিক_বাহিনীকে_যুদ্ধমন্ত্রীর_নির্দেশ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, তিনি তার সামরিক বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় অস্ত্র মুক্ত এলাকা গঠনের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও এসেছে বলে তিনি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৪ ১৭:৫৩ Asia/Dhaka
  • সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠা করতে সামরিক বাহিনীকে যুদ্ধমন্ত্রীর নির্দেশ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, তিনি তার সামরিক বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় অস্ত্র মুক্ত এলাকা গঠনের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও এসেছে বলে তিনি জানান।

ইসরাইল কাৎজ গতকাল (মঙ্গলবার) হাইফা শহরের একটি নৌঘাঁটি পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আমি ইসরাইলি বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় স্থায়ী উপস্থিতি ছাড়াই অস্ত্র ও সন্ত্রাসী হুমকিমুক্ত একটি প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি।” ইসরাইল কাৎজ আরো বলেন, তাদের বাহিনীর হামলায় সোমবার সিরিয়ার নৌবহর ধ্বংস হয়ে গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর পরই যুদ্ধবাজ নেতানিয়াহু ১৯৭৪ সালের চুক্তি বাতিল করে গোলান মালভূমির বাফারজোন দখল করার নির্দেশ দেন।

গতকাল ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সেনারা সিরিয়ার ভূখণ্ডে প্রতিষ্ঠিত ‘অসামরিক বাফার জোন’ এবং সেই সাথে আশপাশের আরো কিছু পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে তিনি দাবি করেন বাফার জোনের বাইরে ইসরাইলি সেনারা প্রবেশ করেনি। কিন্তু সিরিয়ার সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী রাজধানী দামেস্ক থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।