শত্রুরা এখনো ইরানের প্রকৃত শক্তি দেখেনি: সেনাপ্রধান
(last modified Thu, 02 Jan 2025 03:48:37 GMT )
জানুয়ারি ০২, ২০২৫ ০৯:৪৮ Asia/Dhaka
  • শত্রুরা এখনো ইরানের প্রকৃত শক্তি দেখেনি: সেনাপ্রধান

শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রকৃত শক্তি এখনো দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।

তিনি গতকাল (বুধবার) তেহরানে বিমান বাহিনীর তরুণ ক্যাডেটদের এক সমাবেশে দেয়া বক্তব্যে বলেছেন, “আমরা এখনো আমাদের সব সামরিক শক্তি প্রদর্শন করিনি বরং আমাদের এখনো অনেক সক্ষমতা প্রদর্শন করতে বাকি আছে।”

জেনারেল মুসাভি বলেন, “আমাদের বহুমুখী সামরিক সক্ষমতা রয়েছে যা শত্রুদের জানা নেই এবং তাদের সামনে আগেভাগে আমাদের সকল শক্তি প্রদর্শন করারও কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।”

ইরানের সেনাপ্রধান বলেন, “শত্রুরা আমাদের সামরিক শক্তি সম্পর্কে যা কিছু জানে তার চেয়ে তাদের অজানা বিষয় অনেক বেশি। এই দু’টির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।” জেনারেল মুসাভি বলেন, “একবার আমরা আমাদের একটি ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির ছবি প্রদর্শন করেছিলাম। শত্রুরা এখন পর্যন্ত ওই একটি ঘাঁটির অবস্থানই শনাক্ত করতে পারেনি।”

গাজা উপত্যকার যুদ্ধে ইসরাইল বিজয়ী হয়েছে বলে পশ্চিমারা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করে ইরানের সেনাপ্রধান বলেন, নিরপরাধ নারী ও শিশুদের হত্যা এবং স্কুল, কলেজ, হাসপাতাল ও ঘরবাড়ি ধ্বংস করাকে বিজয় বলে না।  ‘প্রতিরোধ’ একটি চিন্তাধারা ও সংস্কৃতি যা কখনো দুর্বল হয় না। আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর প্রতিরোধ আগের তুলনায় শক্তিশালী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।