ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে শহীদ সোলায়মানি অনন্য ভূমিকা পালন করেছেন
https://parstoday.ir/bn/news/event-i145574
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও মুজাহিদদের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে শহীদ জেনারেল কাসেম সোলায়মানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৫ ১০:০৩ Asia/Dhaka
  • মালেক আল হুথি
    মালেক আল হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও মুজাহিদদের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে শহীদ জেনারেল কাসেম সোলায়মানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি গতকাল (শুক্রবার) জেনারেল সোলায়মানির পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন। আল-হুথি বলেন, ইহুদিবাদী ইসরাইলবিরোধী যুদ্ধকে এক ধাপ এগিয়ে দিয়ে গেছেন জেনারেল সোলায়মানি।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন বাহিনীর এক ড্রোন হামলায় জেনারেল সোলায়মানি শাহাদাতবরণ করেন। তিনি ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষের কাজ সমন্বয় করতে সিরিয়া সফর শেষে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছার পরপরই তার ওপর হামলা চালানো হয়।

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস করে ফেলার তীব্র নিন্দা জানিয়ে ইয়েমেনের হুথি নেতা তার ভাষণে বলেন, ইহুদিবাদী বাহিনী আগুন দিয়ে বিশাল হাসপাতালটি সম্পূর্ণ ভস্মিভূত করেছে এবং এটি ছিল গাজায় দখলদার বাহিনীর অন্যতম ভয়াবহ অপরাধ।

গাজায় যখন ইসরাইলি গণহত্যা চলছে তখনও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ তেল আবিবকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ইয়েমেনের এই হুথি নেতা। তিনি বলেন, আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার আদায় করার যে দিবাস্বপ্ন মাহমুদ আব্বাস দেখছেন তা কোনো দিনও পূরণ হবে না। পবিত্র রজব মাসের আগমন উপলক্ষে তিনি ইয়েমেনের জনগণসহ গোটা মুসলিম উম্মাহকে অভিনন্দন জানান।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।