ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/event-i145934-ইসরাইলের_যুদ্ধ_মন্ত্রণালয়ে_ইয়েমেনের_সফল_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে , তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা (তেল আবিব) এলাকায় অবস্থিত ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৫ ১৬:০৮ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে , তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা (তেল আবিব) এলাকায় অবস্থিত ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সফল অভিযানটি চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ওই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, অধিকৃত ইয়াফায় ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

সারি আরও জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের ওই অভিযানকে গত ১২ ঘন্টার মধ্যে অধিকৃত ইয়াফার (তেলআবিব) বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন।

সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন: এই পদক্ষেপের পরিণতি যাই হোক না কেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান আরও তীব্রভাবে চালিয়ে যাবো।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।