আয়রন ডোম ইউনিটের একজন সহ ২ ইসরাইলি রিজার্ভ সেনা অভিযুক্ত
https://parstoday.ir/bn/news/event-i146536-আয়রন_ডোম_ইউনিটের_একজন_সহ_২_ইসরাইলি_রিজার্ভ_সেনা_অভিযুক্ত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য ইহুদিবাদী ইসরাইলের দুই রিজার্ভ সেনাকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে একজন ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইউনিটের সাথে কাজ করতো। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১১:৫০ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য ইহুদিবাদী ইসরাইলের দুই রিজার্ভ সেনাকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে একজন ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইউনিটের সাথে কাজ করতো। 

বলা হচ্ছে, এই দুই রিজার্ভ যাদের দুজনের বয়স ২১ বছর, তারা বিদেশি এজেন্টের সাথে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন নথি স্থানান্তর করত এবং যুদ্ধের সময় শত্রুদের সহযোগিতা করেছে। 

এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় কৌঁসুলিরা গতকাল (শুক্রবার) হাইফার একটি আদালতে দুই রিজার্ভ সেনার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের করেছেন।

আসামী ইউরি ইলিয়াসফভ এবং জর্জি আন্দ্রেয়েভ হাইফা শহরতলির কিরিয়াত ইয়ামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এবং ইসরাইলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেত চলতি সপ্তাহের শুরুর দিকে এই দুই রিজার্ভ সেনাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। এর মধ্যে আয়রন ডোম ইউনিটে কর্মরত ইলিয়াসফভের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সে তার ইরানি এজেন্টের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছে, যার মধ্যে রাডার স্ক্রিনের ছবি এবং ভিডিও ছিল।

১০,০০০ ডলারের বিনিময়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ফুটেজ বিক্রি করার প্রস্তাব দেয়ার অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৮০০ ডলার ডাউন পেমেন্টও রয়েছে। চার্জশিট অনুসারে, আন্দ্রেয়েভ বিমান বাহিনীর অপারেশনাল সদর দপ্তরে কর্মরত ছিল। ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ডিসেম্বরে পুলিশ প্রায় ৩০ জন ইসরাইলিকে গ্রেপ্তার করে, যাদের বেশিরভাগই ইহুদি বসতিস্থাপনকারী।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।