মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে পারে
(last modified Sat, 01 Feb 2025 08:47:13 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৪:৪৭ Asia/Dhaka
  • মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে পারে

পশ্চিমাদের প্রতি ‘স্পষ্ট সংকেত’ হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারের কথা পুনর্ব্যক্ত করেছে। মস্কো বলেছে, যেসব রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র নেই কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে আগ্রাসন চালাবে তার জবাবে সেইসব রাষ্ট্রের বিরুদ্ধে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত গ্রিগোরি মাশকভ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত সম্প্রসারণ কৌশলগত অস্ত্র কমানোর যেকোনো সম্ভাবনাকে কার্যকরভাবে শেষ করে দিচ্ছে এবং কৌশলগত স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করছে। 

মাশকভ বলেন, "এই উদীয়মান বাস্তবতার মধ্যে দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী কৌশলগত স্থিতিশীলতার কথা বলা আর সম্ভব নয়, তাতে আরেকটি বিভ্রান্তির মধ্যে পড়ার ঝুঁকি সৃষ্টি হবে।" 

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া স্বচ্ছতা এবং আস্থা তৈরির ব্যবস্থার প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্মূল্যায়ন করবে এবং পারমাণবিক ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনা স্থগিত করবে। কারণ রাশিয়ার কৌশলগত এবং অ-কৌশলগত পারমাণবিক প্রতিরোধ শক্তিকে দুর্বল করার জন্য পশ্চিমাদের নিরলস প্রচেষ্টার মধ্যে এ ধরনের আলোচনা অর্থহীন হয়ে পড়েছে।# 

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।