খুব শিগগির ইইউ'র ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
(last modified Mon, 03 Feb 2025 11:59:22 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ১৭:৫৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে আমেরিকায় আমদানি করা পণ্যে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইইউভুক্ত দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "তারা সত্যিকার অর্থেই আমেরিকার সুবিধা নিয়েছে। তারা আমাদের কাছ থেকে গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নিই।"

ব্রিটেনসহ ইইউর ওপর শুল্কারোপের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বিবিসিকে বলেন, "সময়সীমা নির্ধারণ হয়েছে, এমনটা বলব না। তবে এটি খুব শিগগির হতে চলেছে।"

ট্রাম্প আরও বলেন, "বিশ্বের প্রায় সব দেশ কার্যত আমেরিকাকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য।"

ব্রিটেনের বিরুদ্ধে শুল্ক আরোপ সম্পর্কে ট্রাম্প বলেন, "ব্রিটেন লাইনের বাইরে। তবে আমি নিশ্চিত যে, এটি সমাধান করা যেতে পারে।" তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক থাকার কারণে তিনি বাণিজ্য নীতি নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারবেন।

এদিকে, ট্রাম্পের শুল্ক অরোপের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ দেশের এই জোট জানিয়েছে, অন্যায্যভাবে বা ইচ্ছাকৃতভাবে ইইউ পণ্যের ওপর শুল্ক আরোপ করলে ইইউ তার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

রোববার কানাডা, চীন ও মেক্সিকোতে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে কথা বলার সময় জোটের একজন মুখপাত্র এ কথা বলেন।

সম্প্রতি মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মেক্সিকো ও চীন।#

পার্সটুডে/এমএআর/৩