আইসিসির গ্রেফতারি পরোয়ানা এড়াতে ভিন্ন রুটে ওয়াশিংটন গেলেন নেতানিয়াহু
(last modified Tue, 04 Feb 2025 08:43:18 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৪:৪৩ Asia/Dhaka
  • আইসিসির গ্রেফতারি পরোয়ানা এড়াতে ভিন্ন রুটে ওয়াশিংটন গেলেন নেতানিয়াহু

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী বিমান বেশ কয়েকটি ইউরোপীয় দেশের আকাশসীমা এড়িয়ে গেছে।  আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে একটি ইহুদিবাদী গণমাধ্যম খবর দিয়েছে।

হিব্রু দৈনিক মা’রিভ একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যেসব ইউরোপীয় দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে সেসব দেশের আকাশসীমা এড়াতে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি একটি বিশেষ রুট ব্যবহার করেছে।

কয়েকটি পশ্চিমা গণমাধ্যমও নেতানিয়াহুকে বহনকারী বিমানের নির্ধারিত রুট এড়িয়ে চলার খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান যুদ্ধাপরাধী নেতানিয়াহু।

যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানোয় বিশ্বের বহু দেশ ও মানবাধিকার সংগঠন ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছে। আজ (মঙ্গলবার) নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। গাজা উপত্যকায় যখন যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে তখন এ সাক্ষাৎ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো বাস্তবায়িত হবে নাকি দখলদার ইসরাইল আবার গাজায় হামলে পড়বে তা অনেকাংশে এই সাক্ষাতের ওপর নির্ভর করছে।

গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধাপরাধ করার দায়ে আইসিসি গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও তার তৎকালীন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির ইতিহাসে এই প্রথম পশ্চিমা দেশগুলোর সহযোগী কোনো সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানা মেনে যখন খোদ ইউরোপের অনেক দেশ নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছে তখন তাকে ওয়াশিংটনে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। #

পার্সটুডে/এসআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।