'জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা' শীর্ষক এক আলোচনা সভা
আওয়ামী লীগ নামে কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ নামে কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, 'অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দেবে না বলেছে। এটা সমর্থন করি। কিন্তু, এইভাবে আওয়ামী লীগকে পুলিশ দিয়ে কতদিন ঠেকাবেন?'
তিনি আরও বলেন, 'আপনারা বলবেন নির্বাচনে আমরা আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। কিন্তু কী পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ এই সরকার নিচ্ছে না।'
'আমরা বলেছিলাম সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। এছাড়া, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্য আমরা দাবি জানিয়েছিলাম, এ দেশের মানুষ দাবি জানিয়েছিল।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, 'এই সরকার অধ্যাদেশ ও আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, হঠাৎ করে তারা কেবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? একদিকে আপনার চাইবেন আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না এবং পুলিশ দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি বাধা দেবেন, এমন স্ববিরোধিতা ঠিক নয়।'
তিনি আরও বলেন, 'আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানেরর মধ্য দিয়ে ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থান মধ্য দিয়ে এ দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তাদের বিতারিত করেছে। সেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, 'গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করছি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, নির্বাচন করতে পারবে কি না। সংবিধানে বিধান সংযুক্ত আছে সেই অনুযায়ী আপনারা আইন প্রয়োগ করুন।'
তিনি বলেন, 'গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কার ইস্যুতে। নির্বাচনমুখী সংস্কারের জন্য যেসব সংস্কার স্বল্পমেয়াদে বাস্তবায়ন করা দরকার সেগুলো চিহ্নিত করুন। রাজনৈতিক দলসহ সব মহলের সঙ্গে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয়, সেটা অবশ্যই করবেন, সেজন্য কত সময় লাগবে সেটা আমরা জানি।'
সালাহউদ্দীন বলেন, 'বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি এটা মেনে নেবে না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা বহু বছর সংগ্রাম করে আসছি। নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সেটা তো আপনারা বহাল হয়েছেন। অন্তবর্তী সরকারের নামে সাংবিধানিকভাবে আপনারা শপথ নিয়েছেন।'
সালাহউদ্দীন আহমেদ বলেন, 'নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার, আইনি সংস্কার, আরপিওতে সংশোধনী প্রয়োজন আছে। সংশ্লিষ্ট পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন কিছু সংস্কার ও সংশোধনীর প্রয়োজন আছে। এসব করে নিরপেক্ষ ভূমিকা রেখে নির্বাচনের আয়োজন করুন। আমরা নির্বাচন নিয়ে বেশি কথা বললে, কোনো মহল থেকে বলা হয় এত নির্বাচন নির্বাচন করেন কেন? আচ্ছা নির্বাচন নির্বাচন না করে কী করব, এটি আপনারাই বলে দেন।'#
পার্সটুডে/জিএআর/৫