‘আগামী সপ্তাহে সম্ভবত জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে’
(last modified Sat, 08 Feb 2025 08:52:04 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৪:৫২ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প
    ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের প্রথম দিকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মুখোমুখি আলোচনা করতে পারেন। মার্কিন কর্মকর্তা আরো বলেন, তিনি শিগগিরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলতে চান।

গত মাসে তার শপথ গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই ধরনের সংলাপের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করে মস্কোর কর্মকর্তারা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।

গতকাল (শুক্রবার) হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করব।" তিনি আরো বলেন, আলোচনা সম্ভবত মার্কিন মাটিতে হবে কারণ আমি সেখানে যাচ্ছি না।"

একইসাথে ট্রাম্প বলেন, আমি সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলব। আমি এই যুদ্ধের অবসান দেখতে চাই। ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সবসময়ই ভালো সম্পর্ক ছিল।

গতকাল ট্রাম্প আবারো দাবি করেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যদি তিনি ক্ষমতায় থাকতেন, তাহলে এই সংঘাত কখনো শুরু হতো না।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/৮