সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার নিন্দা জানাল তেহরান ও রিয়াদ
https://parstoday.ir/bn/news/event-i146916-সৌদি_ভূখণ্ডে_ফিলিস্তিন_রাষ্ট্র_প্রতিষ্ঠার_পরিকল্পনার_নিন্দা_জানাল_তেহরান_ও_রিয়াদ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সৌদি ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা’ করার যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এটি হচ্ছে নজিরবিহীন আগ্রাসনের পরিকল্পনা যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১৩:০০ Asia/Dhaka
  • সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার নিন্দা জানাল তেহরান ও রিয়াদ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সৌদি ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা’ করার যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এটি হচ্ছে নজিরবিহীন আগ্রাসনের পরিকল্পনা যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করছে।

তিনি গতকাল (সোমবার) সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক টেলিফোনালাপে এ নিন্দা জানান।

নেতানিয়াহুর বক্তব্যকে ‘ভয়ঙ্কর উস্কানি’ হিসেবে উল্লেখ করে আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের বাগাড়ম্বর ইহুদিবাদী ইসরাইলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে দেয়। ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক তাদের অবশিষ্ট ভূখণ্ড থেকেও বিতাড়িত করা এবং অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর যে অভিপ্রায় তেল আবিব প্রকাশ করেছে তারও তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে নিজের দুরভিসন্ধি ধাপে ধাপে বর্ণনা করেছেন। প্রথমে তিনি বলেছেন, গাজা পুনঃর্নিমাণ করার জন্য সেখানকার অধিবাসীদের সাময়িকভাবে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে সরিয়ে নিতে হবে। এরপর তিনি বলেছেন, তিনি গাজা দখল করতে চান এবং ইসরাইলই গাজা দখল করে আমেরিকার হাতে তুলে দেবে। সর্বশেষ গতকাল (সোমবার) তিনি বলেছেন, গাজাবাসীকে আর কখনোই এই উপত্যকায় ফিরতে দেয়া হবে না।

ট্রাম্পের এসব কথাবার্তায় পুলকিত যুদ্ধাপরাধী নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন, সৌদি আরবে ‘বহু খালি জায়গা পড়ে আছে’ যেখানে গাজাবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া যেতে পারে এবং সেখানে একটি ফিলিস্তিন রাষ্ট্রও প্রতিষ্ঠা করা সম্ভব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর ওই বক্তব্যের পাশাপাশি ট্রাম্পের বাগাড়ম্বরেরও নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এ ধরনের সম্প্রসারণকামী কথাবার্তা বন্ধ করার ব্যবস্থা করা।

ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী গাজাবাসী ফিলিস্তিনিদের বিতাড়িত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে তার দেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল-লতিফ আল-কানুয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, গাজা উপত্যকা বিক্রয়যোগ্য কোনো পণ্য নয় বরং এটি ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।