অন অ্যারাইভাল ভিসা দ্রুত-সহজ করবে অ্যাপ: স্বরাষ্ট্র উপদেষ্টা
(last modified Thu, 13 Feb 2025 12:20:20 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১৮:২০ Asia/Dhaka
  • অন অ্যারাইভাল ভিসা দ্রুত-সহজ করবে অ্যাপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ভিসা অন অ্যারাইভাল (ভিওএ) ও ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।

এটি বিদেশি নাগরিকদের ভিওএ ও ট্রানজিট ভিসা পাওয়া দ্রুত ও সহজতর করবে। এতে এসবি ইমিগ্রেশনের সেবা কার্যক্রম আরও উন্নত হবে।

আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসবি ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের জন্য ভিওএ ও ট্রানজিট ভিসা আবেদনে অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীরা বিমানবন্দরে নামার পর ভিওএ/ট্রানজিট ভিসা পাওয়ার জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষায় থাকেন। এতে ভিসা পেতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে এক ঘণ্টা) লেগে যায়।

'অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ চালু হলে বিদেশিরা ভ্রমণের আগে ভিওএ/ট্রানজিট ভিসা নিতে পারবেন এবং বিমানবন্দরে নামার পরে ভিওএ ডেস্কে ইস্যু করা ভিসার কিউআর কোড দেখানোর সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন।

পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভিওএ/ট্রানজিট ভিসার ফি নিয়ে দ্রুত সময়ে ভিসা প্রদান কার্যক্রম সহজভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে,' বলেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'পাসপোর্ট যেন সহজে পাওয়া যায় সেজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যেন আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই থাকবে।'#

পার্সটুডে/জিএআর/১৩