জিসিসি মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ফিলিস্তিনের সমর্থনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠিন অবস্থান নিতে হবে। তিনি গতকাল (রোববার) ওমানের রাজধানী মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের অবকাশে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউয়ির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।
আমেরিকা ও ইসরাইল মিলে গাজাবাসীকে তাদের উপত্যকা থেকে বিতাড়নের যে পরিকল্পনা করেছে তার বিরোধিতা করার কারণে তিনি আরব দেশগুলোর বিশেষ করে পারস্য উপসাগর উপকূলবর্তী দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন।
একইসঙ্গে ইহুদিবাদী যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে বিতাড়নের পর সেখানকার ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে সৌদি আরবে স্থান দেয়ার যে আহ্বান জানিয়েছেন তারও তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় নেতানিয়াহু ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা উপেক্ষা করে তাদের জন্য সৌদি আরবের ভেতর একটি ভূখণ্ড তৈরি করে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
এর জবাবে তখন এক সাক্ষাৎকারে আরাকচি বলেছিলেন, ফিলিস্তিনিরা তাদের পূর্বপুরুষদের ভিটেমাটি ত্যাগ করবে না বরং তাদের ভূমিতে উড়ে এসে জুড়ে বসা ইসরাইলিদের অন্য কোথাও সরিয়ে নিতে হবে। ইসরাইলিদের সরিয়ে নেয়ার জন্য তিনি উদাহরণ হিসেবে গ্রিনল্যান্ডের নাম তুলে ধরেন।
জিসিসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতে এই পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরো শক্তিশালী করার আহ্বান জানান আরাকচি। তিনি বলেন, গোটা অঞ্চলের উন্নয়নের স্বার্থে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে হবে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭