ইউক্রেনের যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে 'খুব শিগগিরই' দেখা করব: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i147110-ইউক্রেনের_যুদ্ধ_বন্ধে_পুতিনের_সঙ্গে_'খুব_শিগগিরই'_দেখা_করব_ট্রাম্প
ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে 'খুব শিগগিরই' রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৭:০৩ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প
    ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে 'খুব শিগগিরই' রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স আজ (সোমবার) এই তথ্য জানিয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, তিনি শান্তি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন এবং তিনি বিশ্বাস করেন যে, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই যুদ্ধ বন্ধ করতে চান।

আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বৈঠককে সামনে রেখে স্থানীয় সময় রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, '(এই বৈঠকের জন্য) কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে এটা খুব শিগগির হতে পারে।'

বৈঠকটি এ মাসে হবে কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'খুব শিগগিরই হবে। দেখা যাক কি হয়'।

এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইট শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'তাদের (রুশদের) একটি শক্তিশালী সামরিক অবকাঠামো রয়েছে। এটা আপনাদের বুঝতে হবে। তারা (অতীতে) হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে। তারা অনেকদিন ধরেই যুদ্ধ করে আসছে। তারা আগেও এটা করে দেখিয়েছে। তবে আমার ধারণা, তিনি (পুতিন) যুদ্ধ বন্ধ করতে চান।'

পুতিন ইউক্রেনের সমগ্র ভূখণ্ড দখল করতে চান কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি নিজেও পুতিনকে এ প্রশ্নটি করেছেন এবং এরকম কিছু হলে তা 'আমাদের জন্যও বড় সমস্যা হবে'।

ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করার বিষয়টি ইউক্রেন ও সামগ্রিকভাবে ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউরোপের দেশগুলো ভাবছে, ট্রাম্প তাদেরকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে চুক্তিতে সম্মতি দেবে। যার ফলে, ইউক্রেনের কিছু ভূখণ্ডের দখল রাশিয়ার হাতে চলে যাবে এবং পুতিনের দাবি পূরণ হবে।

উদ্ভুত পরিস্থিতিতে ইউরোপের শীর্ষ নেতারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রয়োজনে ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের জন্যেও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।#

পার্সটুডে/এমএআর/১৭