খনিজ সম্পদ চুক্তিতে রাজি হওয়ায় জেলেনস্কিকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প
(last modified Wed, 26 Feb 2025 13:06:41 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৯:০৬ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প
    ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প

খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউজে যাবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, "বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি।"  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা প্রাথমিকভাবে ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের ওপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে। তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তাও দিচ্ছে না তারা, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন।

মঙ্গলবার ইউক্রেনের বিষয়ে ট্রাম্প বলেছেন, “তারা খুব সাহসী। তবে আমেরিকার অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেতো।” ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন।

তিনি বলেন, ইউক্রেনকে এতদিন আমেরিকা যে সাহায্য-সহায়তা দিয়েছে তার বিনিময়েই তিনি দেশটির খনিজ সম্পদ চাইছেন। তার ভাষায়, “আমরা দেশটিকে (ইউক্রেন) একটি অনেক বড় সমস্যার সময় সাহায্য করছি। কিন্ত এখন আমরা (আমেরিকান করদাতারা) আমাদের অর্থ ফেরত চাই।”

এর আগে গত সপ্তাহে জেলেনস্কিকে একজন 'স্বৈরশাসক' হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প এবং যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকেই দোষ দিয়েছেন তিনি।#

পার্সটুডে/এমএআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।