ইহুদিবাদী ইসরাইলকে ইয়েমেনের হুথি নেতার ৪ দিনের আল্টিমেটাম
(last modified Sat, 08 Mar 2025 04:29:39 GMT )
মার্চ ০৮, ২০২৫ ১০:২৯ Asia/Dhaka
  • আব্দুল মালিক আল-হুথি
    আব্দুল মালিক আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী চারদিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরাইলবিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে।

গত ১ মার্চ গাজা যুদ্ধবিরতির ৪২ দিনব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়। কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইহুদিবাদী ইসরাইল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনও শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

এ অবস্থায় আব্দুল মালিক আল-হুথি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চারদিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরাইলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না।

তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেয়ার মাধ্যমে এই উপত্যকায় আবার দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেনে চেয়ে চেয়ে দেখবে না।

ইয়েমেনের হুথি নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতিতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতেও বাধা দিচ্ছে তেল আবিব যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

হুথি নেতা আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল আবার গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করে জাতিগত শুদ্ধি অভিযান বাস্তবায়ন করতে চায় যা কোনো অবস্থায় সহ্য করা হবে না। #       

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।