ইরানে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো ৩ দিনের মধ্যে পানিশূন্য হয়ে যাবে
(last modified Sun, 09 Mar 2025 03:54:42 GMT )
মার্চ ০৯, ২০২৫ ০৯:৫৪ Asia/Dhaka
  • শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি
    শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা বা ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে মাত্র তিনদিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে।

তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কী হবে- এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মাদ আলে সানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে, তার ফলে ‘পরিবেশগত বিপর্যয়’ দেখা দেবে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে। মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে। তিনি বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর দেশের জন্য প্রযোজ্য হবে।

সাক্ষাৎকারের অন্যত্র আলে সানি একথা স্বীকার করেন যে, সিরিয়ায় তার দেশ ১৪ বছর ধরে ইরানের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু তা সত্ত্বেও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করেছে দু’দেশ।

একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তিনি ওই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিনীদের সামনে একটি মানচিত্র এঁকে দেখিয়ে দেন যে, কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে। ফলে এই দুই দেশের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়।#

 পার্সটুডে/এমএমআই/এমএআর/৯