গাজায় ইসরাইলি গণহত্যায় ৪০ জনেরও বেশি বন্দী নিহত
(last modified Sun, 09 Mar 2025 10:59:46 GMT )
মার্চ ০৯, ২০২৫ ১৬:৫৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি গণহত্যায় ৪০ জনেরও বেশি বন্দী নিহত

ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪০ জনের বেশি ইসরাইলি বন্দী নিহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকাথেকে ইসরাইলের ভেতরে অভিযান চালায়  ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো। সে সময় হামাসের হাতে অন্তত আড়াইশ ব্যক্তি বন্দী হয়। এর মধ্যে চল্লিশের জনেরও বেশি ইসরাইলি বন্দী দখলদার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে।

গতকাল (শনিবার) নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় হামাসের হাতে বন্দী থাকা ২৫১ জন ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর মধ্যে ৪১ জন ইসরাইলি বোমা হামলা এবং ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়।

ইসরাইলি মন্ত্রিসভার বরাত দিয়ে মার্কিন দৈনিকটি আরো জানিয়েছে যে, গাজায় হামাস এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের হাতে বন্দী ৫৯ জন ইসরাইলির মধ্যে মাত্র ২৪ জন জীবিত রয়েছেন এবং ১৩০ জনকে জীবিত মুক্তি দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে- "যুদ্ধের প্রথম দিনগুলোতে এবং যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আগে কয়েকজন বন্দী নিহত হয়েছিল। তবে ২০২৩ সালের নভেম্বরে প্রথম সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আরো অনেকে মারা গেছে।”#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৮

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।