‘আমিরাতের রাষ্ট্রদূতের মাধ্যমে ট্রাম্পের চিঠি পেয়েছি’
https://parstoday.ir/bn/news/event-i147980-আমিরাতের_রাষ্ট্রদূতের_মাধ্যমে_ট্রাম্পের_চিঠি_পেয়েছি’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেয়া হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০২৫ ১৫:০২ Asia/Dhaka
  • ‘আমিরাতের রাষ্ট্রদূতের মাধ্যমে ট্রাম্পের চিঠি পেয়েছি’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেয়া হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে।

গতকাল (বুধবার) নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে আরাকচি এ তথ্য জানান। তিনি বলেন, "আজ সন্ধ্যায় আমি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশকে মেহমানদারি করি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের একটি চিঠিও পেয়েছি।"

এর আগের দিন মন্ত্রিসভার বৈঠকে ইরানের শীর্ষ কূটনীতিক জানান, "চিঠিটি এখনো আমাদের কাছে পৌঁছায়নি, তবে একটি আরব দেশের একজন দূত তেহরানের কাছে ট্রাম্পের চিঠি পৌঁছে দেবেন বলে কথা রয়েছে।"

ট্রাম্প নিজেই এর আগে ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে ট্রাম্পের এই দাবি গত ক’দিন ধরে আরাকচি সহ অন্য ইরানি কর্মকর্তার প্রত্যাখ্যান করে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন