নিরাপত্তা পরিষদে ইরান বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকের বিরুদ্ধে আপত্তি জানাল তেহরান
https://parstoday.ir/bn/news/event-i148014-নিরাপত্তা_পরিষদে_ইরান_বিষয়ক_রুদ্ধদ্বার_বৈঠকের_বিরুদ্ধে_আপত্তি_জানাল_তেহরান
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে দেশটির যে সহযোগিতা চলছে, ওই বৈঠকের মাধ্যমে তাতে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৪, ২০২৫ ১৫:৩৯ Asia/Dhaka
  • সাঈদ ইরাভানি
    সাঈদ ইরাভানি

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে দেশটির যে সহযোগিতা চলছে, ওই বৈঠকের মাধ্যমে তাতে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে।

জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের ওই রুদ্ধদ্বার বৈঠকে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি ওই বৈঠকে উপস্থিত থেকে তার বিবৃতি পড়ে শোনান। এতে তিনি বলেন, “আমরা এই বৈঠককে আইএইএ’র সঙ্গে ইরানের চলমান গঠনমূলক সহযোগিতায় অযাচিত হস্তক্ষেপ বলে বিবেচনা করছি।”

ইরাভানি বলেন, ইরানের বিরুদ্ধে কথিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ করার’ ব্যর্থ ও অবৈধ নীতিকে দীর্ঘায়িত করার অশুভ উদ্দেশ্যে এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়েছে। এ ধরনের পদক্ষেপের ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার গ্রহণযোগ্যতা হারাবে বলে তিনি মন্তব্য করেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, তার দেশের পরমাণু ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদের এ বৈঠক আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে গত সপ্তাহে একই বিষয়ে আলোচনা করার পর নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার কোনো যৌক্তিকতা ছিল না। #

পার্সটুডে/এমএমআই/১৪