ইয়েমেনি বাহিনী একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে
পার্সটুডে-ইয়েমেনি সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে আমেরিকার বিমানবাহী রণতরী 'ট্রুম্যান' এবং অন্যান্য যুদ্ধজাহাজের বিরুদ্ধে তাদের বিভিন্ন ইউনিট যৌথ অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়েছে: মার্কিন শত্রুরা গত কয়েক ঘন্টা ধরে সানা ও সাদা প্রদেশের বিভিন্ন এলাকাসহ আরও কয়েকটি প্রদেশে ৩৬টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নাগরিক শহীদ এবং আহত হয়েছেন। পার্সটুডে জানিয়েছে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে: এই আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী, ড্রোন বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভূতপূর্ব যৌথ সামরিক অভিযান পরিচালনা করতে সফল হয়েছে। বিশেষ করে তারা উত্তর লোহিত সাগরে অবস্থিত আমেরিকার বিমানবাহী রণতরী 'ট্রুম্যান'সহ অন্যান্য যুদ্ধজাহাজে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা করেছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: ওই অভিযানে লক্ষ্য অর্জিত হয়েছে। সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে অব্যাহত ছিল।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে: তাদের ঘোষিত অপারেশনাল এলাকায় সমস্ত মার্কিন যুদ্ধজাহাজ এবং হুমকির উৎসগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তারা দৃঢ়তার সাথে বলেন: আগ্রাসি হামলা কখনই এই বাহিনীকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক কর্তব্য পালনের পথে বাধা দিতে পারবে না।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে: হোদেইদাহ প্রদেশের আকাশসীমায় একটি প্রতিকূল অভিযান পরিচালনা করার সময় আমেরিকার একটি MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনটি গত ৭২ ঘন্টার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন এবং 'প্রতিশ্রুত বিজয় ও পবিত্র জিহাদ' যুদ্ধের সময় থেকে ১৭তম ড্রোন।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।