গাজায় সাংবাদিকদের তাঁবুতে পরিকল্পিত হামলা: ২ সাংবাদিক শহীদ, বহু আহত
https://parstoday.ir/bn/news/event-i148452
পার্সটুডে-  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাংবাদিকদের ওপর আবারও পরিকল্পিত হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে দুই সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সাংবাদিক।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০৭, ২০২৫ ১৩:৪৪ Asia/Dhaka
  • গাজায় সাংবাদিকদের তাঁবুতে পরিকল্পিত হামলা: ২ সাংবাদিক শহীদ, বহু আহত

পার্সটুডে-  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাংবাদিকদের ওপর আবারও পরিকল্পিত হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে দুই সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সাংবাদিক।

দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর পরই তাৎক্ষণিকভাবে হামলায় একজন সাংবাদিকসহ দুই জন শহীদ হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় অন্তত দুই জন সাংবাদিক শহীদ হয়েছেন।

আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলের প্রাণঘাতী এই হামলায় নিহত ব্যক্তিদের একজন সাংবাদিক। ফিলিস্তিনের কুদস নিউজ নেটওয়ার্ক নিহত ওই সাংবাদিককে হিলমি আল-ফাকাওয়ি হিসেবে শনাক্ত করেছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, বর্বর ইসরায়েলি এই হামলায় আহমেদ মনসুর নামে আরেক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং তার শরীর পুড়ে গেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে ইসরাইলি বাহিনী ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।