'ভারতের উচিত যুদ্ধবিরতি মেনে চলা, আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান'
(last modified Fri, 16 May 2025 13:02:53 GMT )
মে ১৬, ২০২৫ ১৯:০২ Asia/Dhaka
  • শাফকাত আলী খান
    শাফকাত আলী খান

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান ভারতকে সতর্ক করে বলেছেন, দেশটির উচিত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলা। তিনি বলেন, "যদি ভারত আবার আগ্রাসন শুরু করে, তাহলে পাকিস্তানও উপযুক্ত জবাব দেবে।"

পেহেলগাম হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে ৬-৭ মে রাতে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এতে বেশকিছু বেসামরিক মানুষের প্রাণহানি  ঘটে। এরপর উভয় দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়, যা সপ্তাহজুড়ে চলতে থাকে। অবশেষে মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।  

আজ (শুক্রবার) পাকিস্তানজুড়ে পালিত হয়েছে “ইউম-ই-তাশাক্কুর” বা 'কৃতজ্ঞতা দিবস', যাতে সশস্ত্র বাহিনী ও জনগণের সম্মানে ভারতের বিরুদ্ধে "অপারেশন বুনিয়ানুম মারসুস" —এর বিজয় উদযাপন করা হয়।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “পাকিস্তান-ভারত যুদ্ধবিরতির সাম্প্রতিক ঘোষণা একটি ইতিবাচক অগ্রগতি। আমরা ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই যুদ্ধবিরতির বাস্তবায়নে আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ থাকে।”

তিনি আরও বলেন, পাকিস্তান এই যুদ্ধবিরতি বাস্তবায়নে বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার প্রশংসা করছে এবং কাশ্মীর সংকটের সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানায়।

মুখপাত্র বলেন, এই যুদ্ধবিরতি একাধিক দেশের উদ্যোগের ফল। 'পাকিস্তান হতাশা বা ব্যর্থতা থেকে এমন পদক্ষেপ নিয়েছে' বলে ভারত যে প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।#

পার্সটুডে/এমএআর/১৫