দিল্লির জাহাঙ্গীরপুরীর সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে বামপন্থিদের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/india-i106876-দিল্লির_জাহাঙ্গীরপুরীর_সহিংসতায়_পুলিশের_ভূমিকা_নিয়ে_বামপন্থিদের_প্রশ্ন
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থিরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০২২ ১৮:৪৩ Asia/Dhaka
  • দিল্লির জাহাঙ্গীরপুরীর সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে বামপন্থিদের প্রশ্ন

ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থিরা।

আজ (মঙ্গলবার) হিন্দি গণমাধ্যম ‘এবিপিলাইভ ডটকম’ সূত্রে প্রকাশ, সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল), এআইসিসিটিইউ, এআইএসএ, ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্য বাম দল জাহাঙ্গীরপুরী সহিংসতার বিষয়ে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে দিল্লি পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে।

গত ১৭ এপ্রিল বাম দল ও সংগঠনের পক্ষ থেকে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং টিম জাহাঙ্গীরপুরী-সি ব্লকের সাম্প্রদায়িক সহিংসতা প্রভাবিত এলাকা পরিদর্শন করেছে। এতে বলা হয়, বিকেল থেকে ওই এলাকায় ১৫০/২০০ জন অস্ত্র নিয়ে মিছিল করছিল। এরা স্থানীয় লোক নয়, বজরং দলের কর্মী। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের সামনে মিছিলটি থামিয়ে স্লোগান দেওয়া হয় ও হট্টগোল করলে পরিস্থিতি অবনতি হতে থাকে। পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে বাম দলগুলো বলেছে, পুলিশ কেন মিছিলটিকে মসজিদের সামনে থামতে দিয়েছিল? মসজিদের বাইরে স্লোগান দিতে দেওয়া হলো কেন? স্লোগানরত অবস্থায় একটি সশস্ত্র মিছিলকে মসজিদের বাইরে থামতে দেওয়া হয় ঠিক যখন রোজা  ভাঙা (ইফতার) হতে চলেছে এবং যখন মসজিদে নামাজের জন্য মুসলিম জনতা জড়ো  হয়েছিল। এসব ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একটি ষড়যন্ত্র যার জন্য পুলিশ নিজেই দায়ী। গোটা ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে বামপন্থি  দলগুলো। 

অন্যদিকে, দিল্লির জাহাঙ্গীরপুরীতে সহিংসতার জন্য এক পক্ষ ক্রমাগত অন্য পক্ষকে অভিযুক্ত করছে। জাহাঙ্গীরপুরীর সি-ব্লকের যে মসজিদের কাছে সহিংসতা হয়েছিল সেই মসজিদের সচিব হাফিজ সালাউদ্দিন বলেছেন, মিছিলে জড়িত লোকেরা সহিংসতা শুরু করেছিল। সহিংসতার সময় মসজিদে পাথর নিক্ষেপ করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।#   

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।