ত্রিপুরায় ফ্যাসিস্ট শাসন চলছে, সংবিধানকে অকেজো করে রাখা হয়েছে : মানিক সরকার
ভারতের ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ত্রিপুরায় ফ্যাসিস্ট শাসন চলছে, সংবিধানকে অকেজো করে রাখা হয়েছে।
ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা ও সিপিএম বিধায়ক মানিক সরকার গতকাল (শনিবার) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। তিনি এ সময়ে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বিগত বামফ্রন্ট সরকার সম্পর্কে যেসব কথা বলেছেন, তা মিথ্যা বলে মন্তব্য করেছেন বিধায়ক মানিক সরকার।
বিধায়ক মানিক সরকার বলেন, ‘বামফ্রন্ট ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বামফ্রন্ট ৪৭ টি আসনে এবং কংগ্রেস ১৩ টি আসনে লড়াই করবে। বামফ্রন্ট তার নিজের ইশতেহার দিয়েছে, কংগ্রেস তার নিজের ইশতেহার দিয়েছে। কিন্তু মূল পয়েন্ট হল একটাই, সেটা হচ্ছে এই দুঃশাসনের রাজত্বের অবসান চাই। বিজেপির দুঃশাসনের হাত থেকে ফ্যাসিস্ট শাসন থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে। ত্রিপুরার জনগণের স্বার্থে ভাবেন, চিন্তা করেন, লড়াই করেন এ রকম শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে একটা জনদরদি সরকার তৈরি করতে হবে।’
সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে আরও বলেন, ‘আপনারা টাকার জোরে, মিডিয়ার একাংশকে বগলদাবা করে, মাসলম্যানদের ব্যবহার করে যেমন খুশি তেমন বেরিয়ে যাবেন, বৈতরণী পার হবেন, এত সহজ ভাবলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভুল করছেন। তরণী টলটলায়মান, এতে ছিদ্র হয়ে গেছে! জল ঢুকতে শুরু করেছে, ডুববে। একে রক্ষা করতে পারবেন না। যারা এতে থাকবেন তারা ডুববেন। যারা বুঝতে পারছেন তারা লাফিয়ে লাফিয়ে পড়তে শুরু করছেন। প্রত্যেকদিন শতশত মানুষ বিজেপি ছেড়ে বামফ্রন্টের লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছেন।’
‘মানুষের ঐক্যবদ্ধ শক্তির কোনও বিকল্প নেই। এই শক্তিকে ভয় পাচ্ছে বলেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির থরহরি কম্প চলছে’বলেও মন্তব্য করেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। বিজেপিশাসিত ত্রিপুরায় আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২ মার্চ। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।