জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে ৫ সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তা বাহিনী এবং অজ্ঞাত গেরিলাদের মধ্যে সংঘর্ষে ৫ সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ (শুক্রবার) গেরিলাদের বিস্ফোরণে ওই সেনা সদস্যরা মারা যান।
সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তার স্বার্থে ঐ এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে খারাপ আবহাওয়া এবং অবিরাম বৃষ্টির মধ্যে রাজৌরি জেলার ঘন জঙ্গল কান্দি এলাকায় এই সংঘর্ষ হচ্ছে। জম্মু অঞ্চলের ভাটা ধুরিয়ানের টোটা গালি এলাকায় গেরিলারা সেনা সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এলাকায় লুকিয়ে থাকা গেরিলাদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ওই সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং মেজরসহ চারজন আহত হন। চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে উধমপুরের একটি হাসপাতালে নেয়া হলে আরও তিন জওয়ানের মৃত্যু হয়। এরফলে এই অভিযানে মোট ৫ সেনাসদস্য নিহত হলেন।
উধমপুরে এক সেনা মুখপাত্র বলেন,, অভিযান এখনও চলছে। রাজৌরি সেক্টরে চলমান অভিযানে সকালে গুরুতর আহত হওয়া তিন সেনার মৃত্যু হয়েছে। রাজৌরি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রতিশোধ হিসেবে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এরফলে দুই সেনা জওয়ান মারা যান। এ ছাড়া একজন মেজরসহ চার জওয়ান আহত হলে তাদেরকে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেনাবাহিনীর উত্তর কমান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ৩ মে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছিল। দলটি গুহায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের একটি দলকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা পাল্টা জবাবে বিস্ফোরণ ঘটায়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৫